রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার এনসিবি হেড কোয়ার্টার থেকে বাইকুলা জেলে গতকাল নিয়ে আসা হয়। মঙ্গলবার রিয়ার বেলের আবেদন করা হলে তা খারিজ করা হয়, বেল না হলে ১৪ দিন জেলে কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে। আজকে আবার বেলের আবেদন করা হবে বলে জানা যায় । রিয়া চক্রবর্তীকে বর্তমানে মহিলা সেলে রাখা হয়েছে।
টানা তিনদিন এনসিবি র জেরার পর গত মঙ্গলবার সবকিছু স্বীকার করলে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়া চক্রবর্তীকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়।
গ্রেফতারের পরে এবার রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয় ৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে ৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি ৷
রিয়ার আইনজীবীর চেষ্টা কোনও কাজে আসেনি। জামিনের আবেদন করা হলে, তা খারিজ করে দেওয়া হয় গতকাল। আপাতত ১৪ দিন হেফাজতেই কাটাতে হবে রিয়াকে।
তবে আজ ফের রিয়ার জামিনের শুনানি হবে। রিয়ার গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ফের সরব হন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।
তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি লম্বা পোস্ট লেখেন। সেখানে তিনি লেখেন, ” আমি মিডিয়া বন্ধুদের বলে দেই, আমি কখনও বলিনি সুশান্তের মৃ’ত্যু আ’ত্ম’হ’ত্যা নয়, খু’ন! আমি তো শুধু সুশান্তের জন্য বিচার চেয়েছিলাম। ওর পরিবারের পাশে থেকেছি। আমি কি জানবো এটা খু’ন কিনা! আমার সিবিআই ও মহারাষ্ট্র সরকারের ওপর বিশ্বাস আছে।”
এই পোস্টেই তিনি লেখেন, ” আমি সামনে এসেছিলাম ২০১৬ পর্যন্ত সুশান্তের মানসিক স্থিতি কেমন ছিল তা বলার জন্য। সুশান্ত সবার সামনে বলেছিল ও ডিপ্রেশনে আছে।”
রিয়া প্রশ্ন করে অঙ্কিতা বলেন, ” অ’ব’সাদে আছে জেনেও ড্রা’গ নিতে দিলে? এ কেমন ভালবাসা তোমার?” এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।