অভিনেতা সু’শান্ত সিং রা’জপুতের টাকায় পার্টি করতেন রি’য়া চ’ক্রবর্তী। ‘এমএস ধোনি: দ্য আ’নটোল্ড স্টো’রি’ সিনেমাখ্যাত এই অভিনেতার পাওয়ানা ফার্মহাউসের ম্যানেজার এমনটাই দাবি করেছেন।
দুই বছর ধরে সু’শান্তের ফার্মহাউসের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। রিপাবলিক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সু’শান্তের সাবেক সহকারী রজত মেওয়াটি আমাকে জানিয়েছিল, রি’য়া পার্টি করতেন, অন্যদিকে সু’শান্ত নিচতলায় গিয়ে ঘুমাতেন। আর যখনই আমি রিয়ার ভাই সৌভিককে দেখতাম, তিনি ধূমপান করতেন ও নে’শাগ্র’স্ত থাকতেন। ২০১৯ সালের জুলাই থেকে শ্রুতি মোদি ফার্মহাউসে আসতে শুরু করেন। দিন দিন তাদের আসা-যাওয়া বাড়তে থাকে। সু’শান্তের খরচের সকল বিষয় রি’য়া দেখতেন এবং টাকা নেওয়া হতো এই অভিনেতার অ্যাকাউন্ট থেকে। রি’য়ার খরচ দেখে একবার সু’শান্ত অত্যন্ত রেগে গিয়েছিলেন।’
এর আগে রি’য়ার বিরুদ্ধে একাধিক অ’ভিযোগ এনে মামলা দায়ের করেন সু’শান্তের বাবা কে কে সিং। এর মধ্যে অর্থ আ’ত্মসা’তের বিষয়টিও রয়েছেন।
রি’য়ার বিরুদ্ধে অ’ভিযোগ, তিনি সু’শান্তের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রা’ন্সফার করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এন’ফোর্সমেন্ট ডি’রেকটরেট (এ’ডি)।
এদিকে সম্প্রতি মা’দ’ক কাণ্ডে জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছেন রি;য়া। পরবর্তী সময়ে তার জামিন না ম’ঞ্জুর করে জে’ল হা’জতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বর্তমানে তাকে মুম্বাইয়ের বাইকুল্লা কা’রাগারে রাখা হয়েছে।