রিয়ার বয়ানে বেরিয়ে এলো ১ম সারির বলিউড অভিনেতাদের নাম

দ্বিতীয় দিনে প্রায় আট ঘণ্টা জেরার পর অবশেষে এনসিবি-র দফতর থেকে বের হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আজ মঙ্গলবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে এনসিবি।

সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ কড়া পুলিশি প্রহরায় এনসিবি’র দফতরে পৌঁছন রিয়া। বের হন সন্ধে ছ’টা নাগাদ। রবিবার এনসিবি দফতরে প্রবেশের সময়ে ‘ম’বড’ হয়েছিলেন রিয়া। তাই আজ পুলিশ ছিল আরও তৎপর। ব্যা’রিকেড করে মূল প্রবেশদ্বারের বেশ কিছুটা আগে আটকান হয়েছিল মিডিয়ার প্রবেশ।

সূত্রের খবর, গতকাল রবিবার এনসিবি-র সামনে বলিউডের বেশ কিছু প্রথম সারির অভিনেতার নাম প্রকাশ্যে এনেছেন রিয়া। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তিনি এনেছেন তা জানা যায়নি।

রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্তের কর্মচারী দীপেশের মাধ্যমে তিনি অভিনেতার জন্য মা’দ’ক আনিয়েছেন ঠিকই কিন্তু তিনি জীবনে কোনওদিন গাঁ’জা-চ’রস বা কোনও ধরনের মা’দ’ক নেননি। তবে ধূ’মপান করেছেন তিনি।

রিয়ার আরও জানিয়েছেন ‘কেদারনাথ’ শুটের সময়েই নাকি মা’দ’কা’স’ক্ত হয়ে পড়েন সুশান্ত। জেরায় তিনি বলেছেন, ওই ছবিতেই সুশান্তের সহ অভিনেতারাও মা’দ’ক নিতেন।

এনসিবি সূত্রে জানা যাচ্ছে, গতকাল মুখোমুখি বসিয়ে জেরা করা হয় রিয়া এবং তাঁর ভাইকে। জেরা চলাকালীন বেশ কয়েক বার আবেগঘন মুহূর্তও তৈরি হয় ভাই-বোনের মধ্যে।

এ দিকে মা’দ’ক যোগে গতকাল আরও এক মা’দ’ক পা’চা’রকারী অনুজ কেশওয়ানিকে গ্রেফতার করে এনসিবি। এই ঘটনায় আর এক অভিযুক্ত কাইজানের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অন্যদিকে সিবিআই-ও তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে। এমসের তরফে জানা যাচ্ছে, সুশান্ত কাণ্ডে আবারও ভি’সেরা পরীক্ষা করছেন তাঁরা। দশ দিন পরে রিপোর্ট আসবে। আর তাতেই বোঝা যাবে বি’ষক্রি’য়ার ফলে সুশান্তের মৃ’ত্যু হয়েছে কিনা।

এর আগে শোনা যাচ্ছিল, মা’দ’ক যোগে গতকালই গ্রেফতার হতে পারেন রিয়া। খবর আসছিল তদন্তে অসহযোগিতা করছেন অভিনেত্রী। যদিও এনসিবি-র ডেপুটি ডিজি অশোক জৈন আজ সংবাদ মাধ্যমকে বলেন, রিয়া এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতাই করছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.