বুধবার কঙ্গনা রানাউতের মুম্বইয়ের অফিস ভে’ঙে দিয়েছে বিএমসি। এই ঘটনার তী’ব্র নি’ন্দা করেছেন পরিচালক রিমা কাটগি। এবার এই ঘটনার নি’ন্দা এ মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জা।
রিয়া চক্রবর্তীর সঙ্গে সংবাদমাধ্যমের আচরণ নিয়েও দুদিন আগে মুখ খুলেছিলেন দিয়া। রিয়ার সমর্থনেই কথা বলেছিলেন। আর এবার কঙ্গনার অফিস ভে’ঙে দেওয়ায় বিএমসিকে তী’ব্র নি’ন্দা করলেন তিনি।
দিয়া টুইট করেছেন, “কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার ঘটনাকে তী’ব্র নি’ন্দা করছি। রিয়াকে হেনস্থা করা এবং গালাগাল করাকেও নি’ন্দা করছি। কোনো এক দিকের পক্ষ নেওয়াটা প্রয়োজন নয়। যেটা ঠিক নয় সেটার বিরুদ্ধে শুধু সরব হওয়া প্রয়োজন। মনে রাখা দরকার এই একই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে।”
কঙ্গনার অফিস ভে’ঙে গুঁড়িয়ে দেওয়ার এই ঘটনার পরে উত্তাল মুম্বইয়ের পরিস্থিতি। এই ঘটনার নি’ন্দা করেছেন অনেকেই। কঙ্গনা জানিয়েছেন তার মা’রাঠি শুভাকাঙ্খীরা তাঁকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন। তাঁরাও নাকি বলছেন মহারাষ্ট্র সরকারের গুন্ডারাজে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ঘটনার পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও।
মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে বলছেন, “উদ্ভব ঠাকরে তুই কী ভাবছিস, ফিল্ম মাফিয়াদের সঙ্গে জোট বেঁধে ভা’ঙচুর করে অনেক বড় প্র’তিশোধ নিয়েছিস? আজ আমার ঘর ভে’ঙেছে, কাল তোর অহংকার চূ’র্ণ হবে।”
মুম্বইকে পাক অধিকৃত কা’শ্মীর এর সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। আর তারপরেই তার উপর ক্ষুব্ধ হয়েছিল মুম্বইয়ের মানুষ। ফের আজকের ভিডিওতে কঙ্গনা বলেছেন, “তুই আসলে অনেক বড় উপকার করলি আমার। কা’শ্মীরি প’ণ্ডিতদের ওপর কী চলে আমি জানতাম। আজ অনুভব করলাম।”
কিছুদিন আগেই কঙ্গনা জানিয়েছিলেন যে তিনি অযোধ্যাকে কেন্দ্র করে একটি ছবি বানাবেন। আজ প্রতিশ্রুতি দিলেন যে শুধু অযোধ্যা নয়। কা’শ্মীরের উপরেও একটি ছবি বানাবেন তিনি। সবশেষে অভিনেত্রী বলেছেন, “উদ্ধব ঠাকরে আমার সঙ্গে যে আচরণ করা হলো তা ভালই হয়েছে! অর্থাৎ এর কোনও মানে রয়েছে।”