সু’শান্ত-মা’দ’ক কেসে মূল অ’ভিযুক্ত রি’য়া চ’ক্রবর্তী এ’নডিপিএস অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় সব দোষ কবুল করেছেন বলে খবর। এরপরেই, এনসিবি-র হাতে গ্রেফতার হওয়ার পর ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয় অভিনেত্রীকে।
অভিনেত্রীকে পাঠানো হয় বাইকুল্লা জেলে। আজ ২২ শে সেপ্টেম্বর, রি’য়ার ১৪ দিনের জেল হেফাজত শেষের পথে। এবারে রি’য়ার কি হবে? উল্লেখ্য, গ্রেফতারের পরই বেলের জন্য আবেদন করেছিলেন রি’য়া চ’ক্রবর্তীর আইনজীবী, যদিও তা কার্যকর হয়নি।
প্রথমে মা’দ’ক-যোগে স্যামুয়েল ও রিয়ার ভাই সৌভিককে গ্রে’ফতার করে এ’নসিবি, এরপর একে একে ১৮ জনকে গ্রে’ফতার করা হয়। এই মা’দ’ক-কান্ডে নাম জড়ায় বহু বলিউড তারকা ও পরিচালকরা। বর্তমানে বলিউডে টালমাটাল অবস্থা চলছে, কিন্তু এরই মাঝে হয়তো কারোর কোন হেলদোল নেই।
কেউ হয়তো কোন রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত তো কেউ জন্মদিন নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে সু’শান্ত মৃ’ত্যু ধোঁয়াশায় থেকে গেলেও মা’দ’ক মামলা জোড় কদমে এগোচ্ছে।
আজ মঙ্গলবার, ঠিক ১৪ দিন আগে এমনই সময় রি’য়া চ’ক্রবর্তীর বাড়িতে তোলপাড় শুরু হয়ে গিয়েছিলো। ওইদিন ব্ল্যা’ক টিশার্ট পরে, হাতে একটা ব্যাগ নিয়ে এ’নসিবি-র অফিসে আসেন অভিনেত্রী।
সু’শান্ত কেসে মা’দ’ক-কান্ডে তিনি গ্রে’ফতার হন। এবারে, দোষী সাবস্ত হলে হতে পারে ১০ বছরের জেল। এ’নসিবি তাঁদের তদন্ত জোড়কদমে চালাচ্ছে, তাই প্রতিদিনই থাকছে নতুন কিছু চমক।