আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর এর লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে লকজাউনের দিন ঘোষণা করলেন৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।
বিস্তারিত আসছে —