কেরলে সানি লিওনি৷ একটি টিভি রিয়ালিটি শোয়ের শ্যুটে তিনি হাজির হয়েছেন সেখানে৷







সানির লুকে রয়েছে অভিনবত্বের ছোঁয়া৷ এমন সাজে কখনও দেখা মেলেনি তাঁর৷
কপালের টিপ থেকে পায়ের নেলপলিশ, সবটাই দারুণ আধুনিক এবং তাতে যথেষ্ট মানাচ্ছে সানিকে৷
মন্ডু শাড়িতে নিজেকে মেলে ধরেছেন বলিউডের হট আইটেম গার্ল৷
কেরল মানেই চন্দন ও চন্দনকাঠের বৈশিষ্ঠ৷ তাই সানিও কপালে পরেছেন চন্দনের টিপ৷
এর সঙ্গে মানানসই চুরি ও সোনার কানের দুলে সানি হয়ে উঠেছেন আরও আকর্ষণীয়!







নিজেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি৷ লিখেছেন, ঈশ্বরের দেশে এসেছি!
এর আগে স্যুইমিং পুলে নিজের নাম লেখা বড় টুপি পরে রিল্যাক্স করতে দেখা গিয়েছে তাঁকে৷
তবে শুধু কেরলের বিশেষ পোশাকে নয়, নিজের মতো করে তিনি উপভোগ করছেন কেরলার স্থানীয় পরিবেশ! ছবিতে তারই প্রমাণ মিলেছে৷






