মধুমিতা সরকার মানেই সোশ্যাল মিডিয়ায় এক পরিচিত মুখ। বাংলা ধারাবাহিকে তিনি যেমন একজন জনপ্রিয় অভিনেত্রী, তেমনি সোশ্যাল মিডিয়ায় তিনি একজন চর্চিত নায়িকা।







মাঝেমধ্যেই তিনি তার বিভিন্ন অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। চর্চায় থাকতে পছন্দ করা অভিনেত্রী মধুমিতা সরকার। এসব ছবি নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হয় তাকে।
প্রায় সময় তিনি তার বোল্ড ফটোশ্যুটের মধ্যে দিয়ে নেট জনতাকে মাতিয়ে রাখেন, দর্শকদের বিনোদন দেওয়ার জন্য প্রায় সময় নিজের বিভিন্ন লুক প্রকাশ্যে আনেন।







কখনো ওয়েস্টার্ন আবার কখনো দেশী লুকে হাজির হন সোশ্যাল মিডিয়ায়।
বাংলা ধারাবাহিক ছেড়ে বর্তমানে তিনি বড় পর্দায় মাত দিচ্ছেন,। ইতিমধ্যে দুটি বড় সিনেমা তিনি করে ফেলেছেন।
অভিনেতা অর্জুন এর সঙ্গে জুটি বেঁধে ‘লাভ আজ কাল পরশু’ করেছেন আবার অপরাজিতা আডোর সঙ্গে মা মেয়ের জুটি বেঁধে করেছেন ‘চিনি’।







মধুমিতার দুটি সিনেমায়ই বড় পর্দায় সাড়া জাগিয়েছে। একটা সময় বাংলা ধারাবাহিক জগতে তিনি ছিলেন অন্যতম সেরা নায়িকা।
‘বোঝেনা সে বোঝেনা’ হোক বা ‘কুসুম দোলা’ সবেতেই বাজিমাত করেছিলেন মধুমিতা সরকার।
সম্প্রতি মধুমিতা সরকার ২০২০ সালে ইন্সটাগ্রামে আপলোড করা ৯টি ছবি কলাজ করে আপলোড করেন। ২০২০ সালে সবচেয়ে বেশী লাইক পড়া ছবি গুলো নিয়ে তিনি কলাজ করেন ছবিটি।







এই ছবিতে সবচেয়ে উপড়ে থাকা ছবিটিতে মধুমিতা পরিধান করে আছেন লাল শাড়ি। এই ছবির মূল সৌন্দর্য্য বাড়িয়ে তুলেছে ব্লাউজের ফাক দিয়ে বেরিয়ে আসা ডিপ ক্লি;ভেজ।






