আমপানে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দুই বাংলার বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই ফের উদ্বেগের খবর। পুজোর মরসুমেই বাংলাদেশে আছড়ে পড়তে পারে জোরালো ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা, যার জেরে ওপার বাংলায় পুজোর আনন্দ পন্ড হতে পারে।
আবহবিদরা জানাচ্ছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপাসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর মধ্যে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘গতি’। ভারতে আছড়ে পড়া শেষ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল ‘নিসর্গ’। এই নাম দিয়েছিল ভারত।
অক্টোবর থেকে নভেম্বর, এই সময়ের মধ্যে বাংলাদেশে প্রতি বছরই বেশ কয়েকটি নিম্নচাপ তৈরি হয়। এর মধ্যে কোনও কোনও ঘূর্ণিঝড়ের চেহারা নেয়, যা বাংলাদেশে ‘আশ্বিন-কার্তিকের তুফান’ নামে পরিচিত।
আবহবিদরা জানাচ্ছেন,সেপ্টেম্বর জুড়ে বাংলাদেশে স্বাভাবিকের থেকে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরেও।