রূপম ইসলামের গান অনুযায়ী লাল রঙের সঙ্গে মিলিয়ে যায়নি ঠিকই, তবে নীল রঙে র সঙ্গে বেগুনি রং মিশে যাওয়া টাও কিন্তু মন্দ নয়।







সম্প্রতি ইনস্টাগ্রামের ভাইরাল হওয়া ঋতুপর্ণা সেনগুপ্তর জলকেলি র ছবি দেখে এই কথাটাই মনে পড়ছে। উত্তরোত্তর তার গ্ল্যামার যেন আরো বেড়ে যাচ্ছে।
অনেকটা সুকুমার রায়ের কাকের মত অবস্থা, যার সময়ের সঙ্গে সঙ্গে বয়স কমে যায়। অন্তত অভিনেত্রী ছবি দেখে এমনটাই মনে হচ্ছে।







লকডাউন এরমধ্যে অভিনেত্রীর বেশকিছু বোল্ড ছবি সকলকে মুগ্ধ করেছে। এই সমস্ত ছবি দেখে চোখ ফেরানো দায়। এক বাক্যে স্বীকার করতেই হবে যে শারীরিক চর্চা করে নিজেকে এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছেন অভিনেত্রী।
ছবিটার ক্যাপশন এ অভিনেত্রী লিখেছেন, তার বেগুনি কালারের ভালোবাসার কথা। বৃহস্পতিবারের সকাল যেন তার সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল।তার উষ্ণতা সময় শীতকালের সকাল যেন আরও একটু মনোময় হয়ে উঠল।







তবে ছবিটি এখনকার নয়।সম্ভবত লকডাউন চলাকালীন কোনো এক গ্রীষ্মের দুপুরে এই ছবিটি তুলেছিলেন অভিনেত্রী।
তবে ছবিটি যথাযথ সময়ে কাজে লাগিয়েছেন তিনি। শীতকালের সকাল কে উষ্ণতা পূর্ণ করে তুলতে এই ছবিটি যে কতটা সফল, অভিনেত্রী খুব ভাল করেই জানেন।






