বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের মেয়ে ইরা খান কাঁপিয়েছেন সোশ্যাল মিডিয়া ৷ নিজের বোল্ড অবতারে মাত করছেন সবাইকে ৷







এই বোল্ড অবতারের জন্যই বেশ কিছু সময় ধরে তিনি সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন ৷ হলুদ অন্তর্বাসে সুইমিং পুলে আগুন ধরালেন আমির কন্যা ৷
সুইমিং পুলে আমির খানের মেয়ে ইরা খানকে অত্যন্ত বোল্ড লেগেছে ৷ ইনস্টাগ্রামে ইরার শেয়ার করা ছবি ঝড় তুলেছে ৷







এই মুহূর্তে ইরার এই ছবিগুলি ইনস্টাগ্রামে ৭১ হাজারেরও বেশি লাইক পেয়েছে ৷ ছবিতে লাগাতার কমেন্টও আসছে ৷
ছবি শেয়ার কররা সময়ে ক্যাপশানে তিনি লিখেছেন ৷ আমার অনেক কাজ আছে তবে মাঝে মধ্যে নিজের জন্য সনময় বের করে একটি হাওয়া বদল করা উচিৎ ৷







ফের কাজে ফিরে এসেছেন ইরা তাঁর জন্য অপেক্ষা করেছেন এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ৷
ইরা খানের অনুরাগীরা অত্যন্ত পছন্দ করেন তাঁদের প্রিয় মানুষের ছবি ৷ ইনস্টাগ্রামে ইরার তিন লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে ৷






