বোঝেনা সে বোঝেনা টেলিভিশন ধারাবাহিকের ‘পাখি’,কেয়ার করি নার “জুনি” ও কুসুম দোলার “ইমন”কে খুব কম জনেই ভুলতে পেরেছেন হয়তো।তবে পর্দার এই চরিত্র গুলির সঙ্গে বাস্তব জীবনের মধুমিতার বিস্তর ফারাক।পর্দার চরিত্র গুলোতে মধুমিতা যেমন লাজুক তেমনই বাস্তবে মধুমিতা ততটাই ফ্যাশন জ্ঞান সম্পন্ন হট অভিনেত্রী।
নিজের সৌন্দর্যের গুনে বাংলার মহিলাদের পছন্দের ম্যাগাজিন ‘সানন্দা’ কভার পেজ থেকে শুরু করে ইন্টারনেট দুনিয়া সকল জায়গাতেই ঘর বানিয়েছেন মধুমিতা সরকার।সম্প্রতি দুর্গাপুজোয় সানন্দার ‘অকালবোধন ২০২০’ ফ্যাশনেও মডেল ছিলেন তিনি।বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হোক বা আলোর দিওয়ালি দুটোতেই এই অভিনেত্রী নানান সাজের টিপস দিয়েছিলেন মহিলাদের।
কখনও আকাশী লেহেংগা আর হাল্কা মেকআপ আবার কখনো সবুজ ওয়ান পিস আর হিরের নেকলেস। আবার দিওয়ালিতে সিলভার লেহেঙ্গাতে চারিপাশ মাতিয়ে রেখেছিলেন মধুমিতা।ভক্তরাও তাদের এই পছন্দের মডেলের সাজে আপ্লুত।ইনস্টাগ্রামে ও ভক্ত দের সংখ্যা ১ লক্ষেরও অধিক ছাড়িয়ে গেছে।
সম্প্রতি নিজের ফ্যাশনের ঝুলি থেকে একটি নতুন ছবি শেয়ার করেছেন মধুমতা।সারা শরীরে কোনো নতুন ডিজাইনের ড্রেস নয় মধুমিতা সরকার জড়িয়ে রেখেছেন খবরের কাগজ।আর সাথে খোলা চুল ও হালকা মেকআপে আবেদনময়ী দৃষ্টি। ব্যস্ এটুকুতেই ফিদা তার ফ্যানরা।
pic.twitter.com/gE76MBXDtl