সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়। যেমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছিল যে -একজন মা মরা সিংহ শাবককে আপন করে নিলো শিম্পাজি।







আদর করে দুধ খাইয়ে চুমু ও খেলো সেই শিম্পাঞ্জি। আবার অনেক সময় অনেক বিস্ময়কর প্রতিভার ভিডিও ভাইরাল হয় যেগুলি আমাদের মনকে আনন্দিত করে দেয় মুহূর্তের মধ্যেই।
সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিলো মা আর ছেলের যুগলবন্দি। সেই ভিডিওতে ছেলেকে গিটার বাজিয়ে গান গাইতে দেখা যায় আর মাকে দেখা যায় ঢোলবাজিয়ে সঙ্গত করতে।







আবার কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল একজন যুবকের গানের ভিডিও যার গলা অনেকটাই কুমার শানুর মত।
ঋত্বিক রোশনের স্টাইলে নেচে একজন ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আবার লতা কন্ঠী রানু মন্ডল এর কথাতো সবাই কম বেশি জানি।







এইরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আবার তানি মুনি ,প্রঞ্জা মেধার মতো খুদে প্রতিভারাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যেই। সম্প্রতি আবার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল সাইটে। ভাইরাল ভিডিওটি দেখা যাচ্ছে চারজন তরুণী শাড়ি পরে নাচ করছেন।







ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি দেখার মত। লাল, হলুদ ,সবুজ ও নীল শাড়ি পড়ে চারজন তরুণী ‘বেটা’ সিনেমার ‘ধক ধক করনে লাগা’-গানে নাচ করছেন।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই নাচ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অসংখ্য মানুষ এই নাচটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। উল্লেখ্য মাধুরী দীক্ষিত, অনিল কাপুরের এই নাচ কে এই চার তরুণী নতুনভাবে উপস্থাপন করেছেন যা সকলের নজর কেড়েছে।






