খাস কলকাতায় ঝাঁ চকচকে স্পা সে’ন্টারের আড়ালে র’মরমিয়ে চলছিল ম’ধুচ’ক্র। দুটি স্পা সে’ন্টারে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জনকে গ্রে’ফতার করেছে কলকাতা পু’লিশের স্পে’শ্যাল টা’স্ক ফো’র্স (এসটিএফ)।
দু’জায়গা থেকেই বেশ কয়েকজন ত’রুণীকে উ’দ্ধার করা হয়েছে বলে খবর। এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে এই স্পা সে’ন্টারের আড়ালে যে ম’ধু’চ’ক্র চলছে সে খবর অনেক আগে থেকেই ছিল তাদের কাছে।
বেশ কয়েকদিন ধরেই ওই স্পা পা’র্লারের উপর নজর রাখছিলেন এসটিএফ অফিসাররা। শনিবার গভীর রাতে সেখানে হানা দিয়েই ১৬ জনকে গ্রে’ফতার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্রে’তা হিসেবেই সেখানে এসেছিলেন ধৃ’ত টেলি অভিনেতা।
জানা গিয়েছে, গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকায় দুটি স্পা সে’ন্টারে যৌ’থ ভাবে অভিযান চালায় কলকাতা পু’লিসের এসটিএফ ও গো’য়েন্দা বিভাগ। রাস’বি’হারী অ্যা’ভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের ওই স্পা দুটিতে ম’ধু’চ’ক্র চলছে এ খবর আগেই জানত পু’লিশ।
প্রথমে হা’না দেওয়া হয় রা’সবি’হারী অ্যা’ভিনিউয়ের স্পা সে’ন্টারে। সেখানে থেকেই গ্রে’ফতার হন ওই টেলিভশন অভিনেতা। স্পা সে’ন্টারটির মালিক, ম্যা’নেজার, অ্যা’সিস্ট্যান্ট ম্যা’নেজার, খ’দ্দের-সহ মোট ১১ জনকে এখান থেকে গ্রে’ফতার করা হয়েছে।
তাদের মধ্যে ৭ জন ক্রে’তা হিসেবে গিয়েছিলেন। এদের মধ্যেই ছিলেন ওই অভিনেতা। রা’সবি’হারীর ওই স্পা সে’ন্টার থেকে ৮ জন ত’রুণীকেও উ’দ্ধার করেছে পু’লিস। তাঁদের সবাইকেই হো’মে পাঠানো হয়েছে।
এরপর এসটিএফ এবং গো’য়েন্দা বিভাগ হানা দেয় রফি আহমেদ কিদওয়াই রোডের স্পা সে’ন্টারে। সেখান থেকে গ্রে’ফতার করা হয়েছে ৫ জনকে। ধৃ’তদের মধ্যে ২ জন ক্রে’তা হিসেবে ওই স্পা সে’ন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে ‘পুলিশ। এখান থেকেও ৭ জন ত’রুণীকে উ’দ্ধার করে তাঁদের হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ধৃ’তদের বি’রুদ্ধে একাধিক ধা’রায় মা’মলা রুজু করেছে পু’লিশ। খোদ কলকাতার বুকে স্পা সে’ন্টারের আড়ালে এভাবে ম’ধু’চ’ক্রের ব্য’বসা ফেঁ’দে বসার আড়ালে মাথা হিসেবে কারা রয়েছে এখন তাদের খোঁজ করছেন ত’দন্তকারীরা। ধৃ’তদের জি’জ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে উ’দ্ধার করা ত’রুণীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পু’লিশ।