জো রুটদের কাছে সিরিজের প্রথম টেস্টেই বিরাট কোহলিদের শোচনীয় হার পুরো ছবিটাই পাল্টে দিয়েছে। ২২৭ রানে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।







চারে নেমে গিয়েছে ভারত। যার পর প্রশ্ন উঠে গিয়েছে, ফাইনালে কি যেতে পারবে ভারত? বিরাটদের কাছে অঙ্কটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে।
ভারতের ক্যাপ্টেন বিরাট কিন্তু বলেছেন, ‘আমরা পয়েন্ট টেবিল নিয়ে একেবারেই ভাবছি না। মাঠের বাইরের কোনও ঘটনাতেই চোখ দিচ্ছি না।







আমাদের হাতে যা রয়েছে, সেই দিকেই ফোকাস করছি। শুধু মাত্র নিজেদের খেলার উপরেই ফোকাস করছি। যাতে প্রবল ভাবে ফিরে আসা যায়।’
কোন অঙ্কে ভারত ফাইনালে যাবে? যাই হোক না কেন, বিরাটদের ২-১ বা ৩-১ জিততে হবে সিরিজটা।







তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাবে ভারত। যার অর্থ হল, বাকি তিন ম্যাচে বিরাটদের সর্বস্ব দিতে হবে।
ইংল্যান্ডের কাছে এই শোচনীয় হারের পর কিন্তু আত্মবিশ্বাস তলানিতে চলে গিয়েছে বিরাটদের। অস্ট্রেলিয়া সফরেও অ্যাডিলেড টেস্টে হেরেছিল ভারত। তার পর ২-১ সিরিজ জিতেছিলেন অজিঙ্ক রাহানেরা।






