১২ বলে ৫০ রান করে রেকর্ড বুকে নাম লেখালেন ইশান কিষান

এক ইনিংসে ১৯টি চার, ১১টি ছক্কা! ভারতের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ঝড় তুললেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল মাতানো ইশান কিষান।

তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ভারতের রাজ্যদল ঝাড়খণ্ডের হয়ে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে রেকর্ড গড়লেন। টুর্নামেন্টের ইতিহাসে সবথেকে বেশি রানের ইনিংস খেলা ভারতীয় উইকেটকিপারদের মধ্যে দ্বিতীয় স্থানে চলে এলেন ইশান।

হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইশান ৯৪ বলে ১৭৩ রান করে আউট হন। তিনি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৪০ বলে। সেঞ্চুরিতে পৌঁছন ৭৪ বলে। ১৫০ রানের গণ্ডি টপকালে ইশান খরচ করেন মোট ৮৬ বল।

সুতরাং ১০০ থেকে ১৫০ রানে পৌঁছতে ইশানের লাগে মাত্র ১২টি বল। সার্বিকভাবে লিস্ট-এ ক্রিকেটে সবথেকে বেশি রান করা উইকেটকিপারদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন ইশান।

২০১৪ সালে নাইটসের বিরুদ্ধে ডলফিনসের মর্নি ভ্যান উইক ১৭১ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন। ২০০৩ সালে লাহোরের বিরুদ্ধে পিআইএ’র মঈন খান করেন ১৫২ বলে ১৭৪ রান। এবার ইশান করলেন ১৭৩।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.