নাগাল্যান্ডের ১৬ বছর বয়সী স্পিনার খ্রিভিতসো কেনসে ডাক পেয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ট্রায়ালের জন্য। এখানে চমক দেখিয়ে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলার সুযোগও হাতছানি দিচ্ছে তাঁকে।







সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভালো বোলিং করে আলোচনায় এসেছেন এই স্পিনার। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই মর্যাদার আসরে ৪ ম্যাচে ১২ গড়ে ১৩.১ স্ট্রাইক রেটে ৭ উইকেট নিয়েছেন তিনি।
টুর্নামেন্টে তাঁর ইকোনোমি ছিলো ৫.৪৭। মিজোরামের বিরুদ্ধে ১৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন ১৬ বছরের এই তরুণ।







কেনসের পুরো দলই টুর্নামেন্ট জুড়ে বেশ ভালো পারফর্ম করেছে। নির্ধারিত ৫টি ম্যাচের মাঝে ৪ টিতে জয় তুলে নেয় নাগাল্যান্ড, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়। শুধু বিহার ও চন্ডিগিড়ের পেছনে থেকে তারা প্লেট গ্রুপ শেষ করে।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কেনসের বল দেখে মুম্বাই ইন্ডিয়ান্স এর একজন অফিসিয়াল তার সঙ্গে যোগাযোগ করেন। তিনিই তাঁকে ট্রায়েলে যোগ দিতে বলেন।







রাহুল চাহারের একজন ব্যাক আপ স্পিনার খুঁজছে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। সেই চিন্তাতেই কেনসেকে ট্রায়ালে পরীক্ষা নেবে মুম্বাই।
প্রতিবছরই এরকম ট্রায়ালের ব্যবস্থা করে আইপিএলের ৫ বারের এই চ্যাম্পিয়ন দলটি। অনেক প্রতিভাবান ক্রিকেটারকে তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দিয়েছে দলটি।






