আগেই অনুমতি দিয়েছে কেন্দ্র। এবার শর্তসাপেক্ষে সেকেন্ডারি লেভেলের স্কুল খুলছে। শুরু হচ্ছে ক্লাসও। অক্টোবর ১৯ তারিখ থেকেই উত্তরপ্রদেশে শুরু হয়ে যাবে স্কুলের পঠনপাঠন। কিন্তু প্রাইমারি পর্যায়ে স্কুল এখনই খুলছে না উত্তরপ্রদেশে। স্কুল খুলছে কিছু বেশকিছু শর্ত মেনেই।
তার মধ্যে অন্যতম হল স্কুলে আসা পড়ুয়াদের সঙ্গে করে আনতে হবে করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট। অর্থাৎ কোনও থার্মাল গানের ওপর শরীরের তাপমাত্রা বিচারের পাশাপাশি সরাসরি করোনার পরীক্ষা করিয়ে এবং নেগেটিভ হলেই তবে স্কুলে প্রবেশ করার ছাড়পত্র মিলবে।
একটি নির্দেশিকায় উত্তরপ্রদেশ সরকার স্কুলগুলিকে জানিয়েছে দুটি শিফটে ক্লাস হবে। দুটি শিফটে ৫০ শতাংশ করে উপস্থিতি থাকতে হবে এবং সেখানে সামাজিক দূরত্ব রাখতে হবে।
আগ্রা বিশ্ববিদ্যালয় এবং তাঁর অধীনে থাকা কলেজগুলি ইতিমধ্যেই রিসার্চ স্টুডেন্টদের আসার অনুমতি দিয়েছে। যাতে তাঁরা নিজেদের ডিপার্টমেন্টে এসে রিসার্চের কাজ শুরু করে দিতে পারেন। কিছু কলেজে শুরু হয়েছে ক্লাসও। তবে তাতে বিধিনিষেধ মানতে হচ্ছে।
Very good