কোটিপতি হওয়ার স্বপ্ন এখন আর অধরা নয়। চাইলে আপনিও হতে পারবেন কোটিপতি। শুধু মাত্র একটা এক টাকা কয়েনের বিনিময়ে।







চমকে গেলেন তো? ঠিকই পড়েছেন, মাত্র এক টাকার একটা কয়েনের বিনিময়ে হাতে পাবেন ৯.৯৯ কোটি টাকা।
তবে এক মিনিট! এ যে সে এক টাকার কয়েন নয়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে, তবেই সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি।







OLX এ গিয়ে নিজের নাম রেজিস্ট্রার করিয়ে কয়েনটিকে নিলামে তুললেই বিক্রি করতে পারবেন সহজেই।
আর পেয়ে যাবেন ৯.৯৯ কোটি টাকা। নিলামে পুরনো অ্যান্টিক কয়েন কেনা আজকের কথা নয়। তবে এখন সরাসরি নিলামের চেয়ে ইন্টারনেটের মাধ্যমে সবকিছু অনেকটাই সহজ। নিলামে তুলতে পারেন পুরনো নোট বা অন্য কয়েনগুলোকেও।







যাদের পুরনো টাকা জমানোর প্রতি ভালোবাসা রয়েছে, তারা দেরি না করে তাড়াতাড়ি কাজে লাগিয়ে ফেলুন এই সুবর্ণ সুযোগ।
শুধু কয়েনই নয়, পুরোনো আসবাবপত্র, অ্যান্টিক পিস ও বিক্রি করতে পারেন OLX এর ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট বানিয়ে। আর হয়ে যান কোটিপতি। তো দেরি কিসের?







I have one rupee india n coin.one is year of 1976 & 1985.pls contact me on this no 9611789687
I have old one rupee coin in 1985 H mint mark., so i want sell this coin.
আমার কাছে ১৯৭৬ সালের একটি কয়েন আছে,যদি বিক্রির কোন ব্যাবস্থা করে দেন ভালো হতো।মোবাইল ০১৬৩৪৮০৫০৭০
Old coin seller
20paise(1986, 1989) , 25paise( Gander mark) 50paise(Indera Gandhi, ) , Five rupi coin (
Mata Vaishnavi Dave)