আজ বৃহস্পতিবার, লক্ষ্মী বার। প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী কেনার যোগ্য সময় বলেই মনে করেন মধ্যবিত্ত বাঙালি পরিবারের সকলে।
বেশ কয়েকদিন পরপর ঊর্ধ্বমুখী থাকার পর আবার কমে গেল সোনার দাম। বাঙালি মধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ঝগড়া করে আবার আজ এক ধাক্কায় কমে গেছে সোনার দাম। জেনে নিন আজকের সোনার বাজার দর কেমন।
লক্ষ্মী বারে সোনার দামে রইল নতুন একটি চমক।এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ৫০, ১৮০ টাকা ।
গতকালের তুলনায় আজ সোনার পাশাপাশি কমেছে রুপোর দাম।২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০, ১৮০ টাকা। গত আগস্ট মাস থেকে ১০ গ্রামে ৬০০০ টাকারও বেশি কমেছে সোনার দাম।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৪৩০ টাকা। ১০০ গ্ৰামে প্রায় ২১০০০ টাকা দাম কমেছে সোনার। রূপোর দামও সোনার পাশাপাশি একধাক্কায় অনেকটাই কমেছে।
১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৯০০ টাকা।এইভাবে কমতে থাকলে খুব শীঘ্র বাঙালি মধ্যবিত্তরা তাদের ছেলে এবং মেয়ের বিয়ের গহনা গড়িয়ে নিতে পারবেন।