ক্রমশ বাড়ছে সংক্রমণ! করোনাতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে প্রত্যেকদিন প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। প্রায় লক্ষের কাছে সংক্রমণ ঘটেছে। দেশের সব রাজ্যেই করোনাতে সংক্রমণের হার বাড়ছে।
এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে স্কুল খোলার কথা বলে কেন্দ্র। বলা হয় ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা যাবে। যদিও ছোটদের নয়, বড়দের স্কুল খোলার কথা বলা হয়। যেখানে ক্রমশ সংক্রমণ বাড়ছে সেখানে স্কুল খোলা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিতর্ক বাড়তে থাকে।
এই পরিস্থিতিতে কিছুটা হলেও পিছু হটল কেন্দ্র। নতুন করে স্কুল খোলা বিজ্ঞপ্তি দিল কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকা, ২১ সেপ্টেম্বর থেকে স্কুলগুলি পুনরায় চালু করা বাধ্যতামূলক নয়। এই বিষয়ে রাজ্যগুলি সিদ্ধান্ত নিতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।