বলিউড হার্টথ্রব সু’শান্ত সিং রা’জপুত মৃ’ত্যুর পর থেকেই তোলপাড় সিনে দুনিয়া। সু’শান্ত মৃ’ত্যুর রহস্য ভেদে নেমে মা’দ’ক চ’ক্রের হদিস পায় তদন্তকারীরা।
আর তারপরেই নিয়মিত মা’দ’ক নেওয়ার অভিযোগে গ্রে’ফতার করা হয় সু’শান্তের বান্ধবী রি’য়া চ’ক্রবর্তীকে। বর্তমানে বাইকুলা জেলেই রয়েছে অভিনেত্রী।
রি’য়া গ্রেফ’তারের পরেই বলিউডের তাবড় তাবড় সেলেবদের বিরুদ্ধে মা’দ’ক চ’ক্রের অভিযোগ এনেছেন অভিনেত্রী। সামনে এসেছে বি টাউনের এ স্টারদের নাম যারা মা’দ’কের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। কিন্তু তারা কারা জানেন কি?
সু’শান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর ৮১ দিন পর এনসিবির জেরার মুখে সব শিকার করে সু’শান্ত বান্ধবী রি’য়া। ড্রা’গ ও নিয়মিত মা’দ’ক সেবন করার অপরাধে গ্রে’ফতার করা হয় রি’য়া চ’ক্রবর্তীকে।
আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই রি’য়াকে থাকার নির্দেশ আদালতের। বর্তমানে নরম পালঙ্ক ছেড়ে জেলেই মাটিতে চাটাই পেতে দিন কাটাচ্ছে অভিনেত্রী। এরই মাঝে মা’দ’ক চ’ক্রে যুক্ত থাকার অভিযোগে রি’য়া চ’ক্রবর্তী একাধিক বলি সেলেবদের নাম নিয়েছেন।
সূত্রের খবর, অভিনেত্রী রি’য়া সারা আলি খান, অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবড়া ও সু’শান্তের পুরোনো ম্যানেজার ও বন্ধু রোহিনী আইয়ার নাম নিয়েছে।
কিন্তু এইসবের মাঝেই বর্তমানে সেই তালিকায় নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোনেরও। গত মঙ্গলবার দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জেরা করে এনসিবি। জানা যাচ্ছে, আগামীকাল শুক্রবারই দীপিকাকে এনসিবি জেরার করবে ৷
কারণ দীপিকা গোয়াতে এক সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন৷ গোয়াতেই তাঁর হাত এসে পৌঁছয় এনসিবি-র তলব পত্র। বৃহস্পতিবার গোয়া থেকে রওনা হয়ে মুম্বই আসার কথা দীপিকার ৷
শুধু দীপিকাই নয় জেরার সম্মুখিন হতে হবে শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকেও। ইতিমধ্যেই এনসিবি দফতরে পৌঁছেছেন সিমন খাম্বাটা। অল্প সময়ে অপেক্ষাতেই এনসিবির দফতরে পৌঁছাবেন রাকুল প্রীতও। শুধু মাত্র এই কজনই নয়।
সূত্র মারফত খবর এনসিবি নজরে রয়েছে বলিউডে বেশ কিছু প্রযোজক-পরিচালক এমনকি একজন ক্রিকেটারও। যদিও তাদের নাম বর্তমানে প্রকাশ করতে নারাজ এনসিবি।
গত ১৪ ই জুন সকলে জানতে পারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড চকলেট বয় সু’শান্ত সিং রা’জপুত। সু’শান্তের মৃ’ত্যুর পরই তোলপাড় হয়ে যায় সিনে দুনিয়া।
এর পরেই সু’শান্ত মৃ’ত্যু র’হস্য ভেদে তদন্তে নামে সি’বিআই। তদন্তে নেমে এক হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই খুলে যায় সমস্ত রহস্য। সেই চ্যাট থেকেই নিষিদ্ধ মা’দ’ক পাচার চ’ক্রের হদিশ পায় ইডি।
সেই সমস্ত চ্যাটে মারিজুয়ানা, এমডিএমএ, সিবিডি ওয়ালের মতো বিভিন্ন নিষিদ্ধ মা’দ’কের নাম উল্লেখ ছিল। আর সেই চ্যাট গুলি বিনিময় হয়েছিল রি’য়া চ’ক্রবর্তী, সু’শান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, জয়া সাহা, ও গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আচার্যর মধ্যে।
সেই অনুযায়ী জিজ্ঞাসাবাদের পর মা’দ’ক সেবন ও পাচারের অভিযোগে রি’য়া চ’ক্রবর্তীর ভাই সৌভিককে গ্রে’ফতার করে এনসিবি। এরপর সু’শান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করে ইডি। আর এরপরেই রি’য়াকেও গ্রে’ফতার করা হয়।