ইতোমধ্যেই শেষ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৭ টি ম্যাচ। তবে এখন পর্যন্ত একাদশে দেখা যায়নি অনেক তারকা ক্রিকেটারদের। টুর্নামেন্ট শুরুর আগে তাদের নিয়ে বেশ জল্পনা-কল্পনা থাকলেও মাঠে অনুপস্থিত তারা।
ক্রিস গেইল: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্টগুলোর অনেক বড় বিজ্ঞাপন থাকেন ক্রিস গেইল। ব্যাট হাতে বিধ্বংসী গেইল বোলারদের যেন শাসন করেন।
তবে ক্যারিবিয়ান এ হার্ডহিটার এবারের আইপিএলে এখনো মাঠে নামেননি। কিংস ইলিভেন পাঞ্জাবের এ খেলোয়াড় শুরুর দিকে একাদশে জায়গা না পেলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে থাকার কথা ছিল তার। কিন্তু ফুড পয়জনিংয়ে ভুগতে থাকায় মাঠে নামা হয়নি গেইলের।
ক্রিস লিন: টি-২০ ক্রিকেটের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিন। টি-২০ ক্রিকেটে তার স্টড়াইক রেট ১৪২.৮৮। এ ক্রিকেটারকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিলেও এখনো মাঠে নামায়নি তাকে।
ওপেনিংয়ে কুইন্টন ডি কক টুর্নামেন্টের শুরুতে খানিকটা ছন্দহীনতায় থাকলেও সম্প্রতি ফিরে এসেছেন তিনি। তাই সামনের ম্যাচগুলোতেও লিনকে মাঠে নামতে দেখার সম্ভাবনা কম।
ইমরান তাহির: ২০১৯ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ২৬ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ইমরান তাহির।
এবারের আইপিএলে একই দলে খেললেও কোনো ম্যাচেই দেখা যায়নি তাকে। স্পিন আক্রমণে চেন্নাই সুপার কিংস ভরসা করেছে ভারতের স্পিনার পিযুষ চাওলা, কারান শর্মা আর রবীন্দ্র জাদেজদার ওপরে।
সন্দ্বীপ লামিচানে: নেপালের ক্রিকেট দলের বড় তারকা সন্দ্বীপ লামিচানে। ২০ বছর বয়সী তরুণ এ লেগব্রেক বোলারের আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশে খেলেছেন ইতোমধ্যেই।
এবারের আসরে তার দল দিল্লী ক্যাপিটালস স্পিন আক্রমণে অমিত মিশ্র-অক্ষর প্যাটেল-রবীচন্দ্রন অশ্বিনে ভরসা রেখেছে। এছাড়া যে চার বিদেশী মাঠে নামছে তারা কেউ স্পিনার নন।
তাই লামিচানেকে একাদশে জায়গা দেওয়াটা কঠিন। যদিও চোটের কারণে মিশ্র ছিটকে যাওয়ায় লামিচানের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে।