২ জনের পরণেই নেই কোনো প্যান্ট, প্রিয়াঙ্কা ও নিকে নাচ ভাইরাল

নিক জোনাস এবং প্রিায়ঙ্কা চোপড়া সুখি বিবাহিত সেলেব জুটি হলেও তাঁদের নিয়ে ট্রোলিং এবং ঠাট্টা চলতে থাকে। নিকের থেকে প্রিায়ঙ্কা এগারো বছরের বড় বলেই সাংঘাতিক সমস্যা অধিকাংশ নেটিজেনের।

এগারো বছর তফাত নিয়েই ২০১৮ থেকেই ট্রোল করা শুরু হয়েছে তাঁদের। যা আজও থামেনি। বছর দুয়েক আগে বিবাহের বন্ধনে আবদ্ধ হন তাঁরা।

তার আগে তাঁদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসতে থাকে। যার পরই বলিউড অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো তো দূরের বিষয়, গুচ্ছ ট্রোল উপহার দেওয়া হয় তাঁকে।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের একটি গান ‘ওয়াট আ ম্যান গনা ডু’-র একটি দৃশ্য ফের ভাইরাল হয় নেটদুনিয়ায়।

যেখানে নিক এবং প্রিয়াঙ্কাকে সাদা শার্ট পরে দেখা যাচ্ছে। কেবল সাদা শার্টে তাঁদের নাচতে দেখে বেজায় চটল ভারতীয় দর্শক।

তাঁদের শার্ট পরে নাচতে দেখেই নেটিজেনের দাবি, “ছোট ভাইয়ের সঙ্গে শার্ট পরে নাচছেন।” এমনকি অনেকে নিককে প্রিয়াঙ্কার ছেলে বলেও সম্বোধন করেছে কমেন্ট সেকশনে।

এই ট্রোলগুলির বিষয় প্রিয়াঙ্কা জানলেও কোনও মন্তব্য করেন না। এই বিষয় তিনি নীরব থাকাই পছন্দ করেন।

ভারতে বিনোদন জগতের তারকারা যতখানি সম্মান এবং ভালবাসা পান ততখানিই ট্রোলিং ও কটাক্ষেরও শিকার হন। প্রিয়াঙ্কা হলিউডে পদার্পণ করেই বলিউড থেকে তিনি তিক্ত সম্পর্কের আভাস পান।

সেই সময় তাঁর ভক্তরা সমর্থন করে। অথচ নিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরই একাংশ ভক্তরাও মুখ ফিরিয়ে নেন।

নিক-প্রিয়াঙ্কার নাচের ভিডিওটি দেখুন এখানেঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.