এবার আর একা নয়, ভাইরাল দুজনেই । স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা অভিনয় জগতে এক জনপ্রিয় নাম । তার সাথে সাথে “ঠোঁ-ট কা-টা “হিসেবে তাকে চেনেন অনেকে। সোজা কথা সোজা ভাবে বলাটা তিনি পছন্দ করেন এবং বলেও থাকেন । এর ফলে বহুবার বহু বিতর্কে জড়িয়েন এই স্বস্তিকা মুখোপাধ্যায় । উঠেছে সমা-লো-চনার ঝ-ড়। ঘ-নী-ভূ-ত হয়েছে রীতিমতো বি-তর্ক। কিন্তু সেসব কে তিনি কোনদিনই প-রোয়া ক-রে-ননি আজও করলেন না । স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের স্বাধীন চেতনার প্রতি বরাবরই অন্যদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকে । বলা যেতে পারে শীর্ষে থাকে। ফের আরও একবার নিজের স্বাধীনতা কে সামনে রেখে শিরোনামের শীর্ষে এলেন বাংলার অভিনেত্রী ।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের বেশ কিছুদিন আগে মুক্তি পাওয়া শাহজাহান রিজেন্সি নামক সিনেমাটি দর্শকদের মনে এক আলাদা প্র-ভাব ফে-লে-ছিল । যেখানে শেষ মুহূর্তে তিনি একটি পাঁচতারা হোটেলে ছা-দ থে-কে লা-ফ দি-য়ে আ-ত্ম-হ-ত্যা করেন । এর পাশাপাশি দুপুরের ঠাকুরপো নামক ওয়েব সিরিজটি রীতিমতো তরুণ প্রজন্মের বু-কে ঝ-ড় তু-লে দিয়েছিল। অভিনয়ের পাশাপাশি স্বস্তিকা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে সক্রিয় সেটি আমরা তার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বুঝতে পারবে যেন তার কাছে একটি সংখ্যা মাত্র প্রেম হোক বা বয়স সব ক্ষেত্রে অভিনেত্রী খোলাপাতা সবার সামনে প্রকাশ্যে সব কিছু ভু-লতে এবং তিনি যথেষ্ট পছন্দ করেন।
এর পাশাপাশি এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের পোশাক পড়ে উ-ষ্ণতা ছ-ড়িয়ে ছি-ল নেট দুনিয়াতে। ঘু-ম কে-ড়ে ছি-ল নেট দুনিয়ার নেটিজেনদের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আরো একবার। তবে সম্প্রতি ফেরার একবার ভাইরাল হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় । তবে একা নয় তার সাথে সাথে ভাইরাল হয়েছে তার মেয়ে অন্বেষা । স্বামী র সাথে বি-বাহ বি-চ্ছে-দের প-র এক হাতে মেয়েকে বড় করে তুলেছেন নিজের আদর্শে । এবং মায়ের আদর্শ বড় হওয়া সেই মেয়ের ২১ তম জন্মদিন ছিল কিছুদিন আগে । আপাতত সেই মেয়ে মুম্বাই পড়াশোনা করছেন ।
তাই জন্মদিনের পার্টিটা মুম্বাইয়ে বহুতল একটি ফ্ল্যাটে করা হয়েছিল । উপস্থিত ছিল মেয়ের কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীরা । তারপর মা এবং মেয়ে চলে যায় কেরালাতে ছুটি কা-টাতে এবং সেখান থেকে তুলে ধরেন এমন বেশ কয়েকটি ছবিতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় । সেখানে দেখা যায় স্বস্তিকা ও তার মেয়ে বিকিনি পড়ে হ-ট ফটো-শু-ট করেছেন জলের মধ্যে এবং ক্যাপশন লিখেছেন যে যখন আমি যখন ডু-ব দি-তে ,আপনারাও ডুব দেন, আকাশের তারাগুলো সমান্তরালে মিশে যায় । মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো । পুনরায় মা-থা-চা-ড়া দিয়ে উঠেছে স্বস্তিকা মুখোপাধ্যায় জনপ্রিয়তা ।
Swastika and her daughter ❤️ pic.twitter.com/ty3hTpzkSQ
— Bengal News Media (@media_bengal) January 31, 2021