২ ম্যাচ হারার পর কার্তিকে পরামর্শ দিলেন কলকাতার সাবেক অধিনায়ক গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সকে দু’বারের আইপিএল জেতানো প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর বলে দিলেন, আন্দ্রে রাসেল ও অইন মর্গ্যানের আগে ব্যাট করতে এসে ভুল করেছেন দীনেশ কার্তিক।

এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি কার্তিকের বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন। ব্যাটিং অর্ডারের উপরের দিকে আসা যে একেবারেই কার্তিকের উচিত হয়নি, তা সাফ জানিয়ে দেন গম্ভীর।

একই দিনে সান্তাকুমারণ শ্রীসন্তের টুইট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শ্রীসন্ত লিখেছেন, ‘‘কলকাতাকে নেতৃত্ব দেওয়া উচিত মর্গ্যানের। অবশ্যই কার্তিকের নয়।

এক বিশ্বকাপজয়ী অধিনায়ককেই এত বড় দায়িত্ব দেওয়া উচিত। ধোনি, রোহিত অথবা বিরাটের মতো একজন নেতা চাই যে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’’

প্রথম দুই ম্যাচে রাসেল ও মর্গ্যানের আগে ব্যাট করতে আসেন কার্তিক। ব্যর্থ হওয়ায় তৃতীয় ম্যাচ থেকে রাসেলকে তিনি উপরে পাঠিয়ে নিজে আসেন মর্গ্যানের আগে। ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চার ম্যাচে ৩৭ (৩০, ০, ১, ৬) রান অধিনায়কের ঝুলিতে। অন্য দিকে চার ম্যাচে মর্গ্যানের রান ১৩৬।

তাই এক ক্রিকেট ওয়েবসাইটকে গম্ভীর বলেছেন, ‘‘রাহুল ত্রিপাঠীর উপরে ব্যাট করা উচিত। নারাইনের নেমে আসা উচিত আট নম্বরে। অবশ্যই রাসেল ও মর্গ্যানের পরে ব্যাট করতে আসা উচিত কার্তিকেরও। যদি মর্গ্যানকে চার নম্বরে পাঠানো হয়, তা হলে পাঁচ নম্বরে আসুক রাসেল। তাদের পরে নামুক কার্তিক।’’

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২৯ রান তাড়া করতে নেমে ছয় নম্বরে ব্যাট করেন মর্গ্যান। ১৮ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংস খেলে ম্যাচ প্রায় হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন।

আট নম্বরে ব্যাট করতে এসে ওপেনার রাহুল ত্রিপাঠী ১৬ বলে ঝোড়ো ৩৬ রান করে যান। তাঁর এই ইনিংস দেখার পরে প্রশ্ন উঠছে, কেন নারাইনের পরিবর্তে তাঁকে ওপেন করতে পাঠানো হল না?

কার্তিকের জবাব, ‘‘পরের ম্যাচে নারাইন ওপেন করবে কি না তা সিদ্ধান্ত নেওয়া হবে কোচের সঙ্গে আলোচনা করে।’’ নারাইনের পরিবর্তে শুভমনের সঙ্গে ত্রিপাঠী ওপেন করার সুযোগ পান কি না, দেখার। ত্রিপাঠীর ঝোড়ো ৩৬ রানের ইনিংসে মুগ্ধ সচিনও। ম্যাচ শেষে সচিনের টুইট, ‘‘খুব ভাল ব্যাট করেছে ত্রিপাঠী। নীতীশ রানা ও মর্গ্যানের ইনিংসও বেশ ভাল।’’

মর্গ্যান যদিও নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষুব্ধ নন। তিনি বলেছেন, ‘‘উপরের দিকে এত ম্যাচউইনার আছে যে আমাকে পিছনে নামতেই হচ্ছে। তাতে কোনও সমস্যা নেই।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.