টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। খুব অল্প বয়সেই তিনি পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে। সুদক্ষ অভিনয় এবং সৌন্দর্যের দ্বারা মন জয় করেছেন দর্শকদের। অন্যদিকে তার মিষ্টি হাসিতে ঝড় ওঠে পুরুষ অনুগামীদের বুকে।
তবে ব্যক্তিগত জীবনে তার যেন টানাপোড়েন লেগেই রয়েছে। তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও সুখ আসেনি জীবনে। বেশ কিছুদিন ধরে সেখানেও ভাঙন ধরেছে।
প্রসঙ্গত, পরিচালক রাজীব বিশ্বাসের সাথে খুব অল্প বয়সে সাত পাকে বাঁধা পড়েন তিনি। এরপর জন্ম হয় একমাত্র সন্তান ঝিনুকের। তবে পারিবারিক সমস্যার কারণে বিচ্ছেদ হয় তাদের।
এরপর বিয়ে করেন মডেল কৃষকে। তবে দুর্ভাগ্যবশত সেই বিয়েটিও টেকেনি। অবশেষে তৃতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন রোশনের সাথে। সেখানেও সম্প্রতি ধরেছে ভাঙন।
রোশন জানিয়েছিলেন, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলোও করে দেন। শুধু তাই নয় দুজনেই একসাথে থাকার যাবতীয় ছবি মুছে ফেলেছেন। তবে এতো কিছুর মাঝেও ভেঙে পড়েননি এই অভিনেত্রী।
কারণ জীবনের সব চড়াই-উতরাইয়ে তার সাথে ছিলেন ছেলে ঝিনুক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের দুজনের একটি ছবি। যা দেখে মনে হচ্ছে শপিংয়ে গিয়েছিলেন তারা।