ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। টি-টোয়েন্টির পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব।







পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই পুনেতে আরম্ভ হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই।
আর এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এ তরুণ পেসার। প্রসিদ্ধ বাদে ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব।







ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করায় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ভারতের এ ব্যাটসম্যান।
চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ফলে টেস্ট এবং টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়নি তাকে।
তবে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। সে তালিকায় রয়েছেন মোহাম্মদ শামি, সাঞ্জু স্যামসন, মানিশ পান্ডে, মায়াঙ্ক আগারওয়াল। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দলে রাখা হয়নি পেসার যশপ্রিত বুমরাহকে।







পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে আগামী ২০ মার্চ মাঠে নামবে দুই দল। টি-টোয়েন্টি শেষ হলেই ২৩ মার্চ পুনেতে শুরু হবে ওয়ানডে সিরিজের লড়াই। সিরিজটি শেষ হবে ২৮ মার্চ।
ভারতের ‘১৮’ সদস্যের দলঃ
বিরাট কোহলি-(অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাব পান্ট, লোকেশ রাহুল, চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দার, নটারজান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা






