৪৩৬ দিন পর ব্যাটিংয়ে নেমে দলকে জিতালো ধোনি

সব শেষ আইপিএলে মুম্বাইয়ের কাছে মাত্র ১ রানে হেরে শিরোপা বঞ্চিত হওয়ার প্রতিশোধটা নিজেদের প্রথম ম্যাচেই নিল চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার দলকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় আসরেও জয় দিয়ে আইপিএল শুরু করলো ধোনি বাহিনী।

আইপিএল ১৩ তম আসরের প্রথ ম্যাচে আগে ব্যাট করে ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল আগেই জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। প্রথম দুই ওভারেই ওয়টসন – মুরালি ভিজয়কে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন আম্বাতি রাইডু ও ফাফ ডু প্লেসিস।

ঝড়ের গতিতে ব্যাট চালিয়ে ৩৩ বলেই আইপিএল ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন রাইডু। ওয়াটসনের সাথে ১১৫ রানের জুটি গড়ার পর ৪৮ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

এরপর ব্যাটিংয়ে নেমে স্যাম কুরান ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেললে ম্যাচ হাতের মুঠোয় করে নেয় চেন্নাই। শেষ পর্যন্ত ডু প্লেসির অপরাজিত ৫৮(৪৪)* রানে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।

আইপিএলে ৪৩৬ দিন পর ব্যাটিংয়ে নেমে দলের জয় পেলেও ২ বল কোন রান করতে পারেননি ধোনি। যদিও ধোনির দারুণ অধিনায়কত্বের কাড়নেই মুম্বাইকে ১৬২ রানে আটকাতে পেরেছে চেন্নাই।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন মুাম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৪৬ রানের জুটি গড়লে ১০ বলে ১২ রান করে ফিরেন দলটির অধিনায়ক রোহিত। তার পরপর ফিরেন ৫ চারে ২০ বলে ৩৩ রান করা কক।

এরপর সুরিয়াকুমার যাদব ও সৌরভ তিওয়ারি মিলে ৪০ রানের জুটি গড়লে ১৬ বলে ১৭ রান করে ফিরেন সুরিয়াকুমার। চতুর্থ উইকেট জুটিতে হার্দিক পান্ডিয়ার সাথে ৩০ রানের জুটি গড়ে ১ ছক্কা ও ৩ চারে ৩১ বলে ৪২ রান করে ফিরেন তিওয়ারি।

চার উইকেট হারালে আর ঘুরে দাঁড়াতে পারেনি মুম্বাই। সুবিধা করতে পারেন নি পান্ডিয়াও। ২ ছক্কায় ১০ বলে ১৪ রান করেন তিনি। এছাড়া পোলার্ড ১৪ বলে ১৮ ও প্যাটিনসনের ১১ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স।

সংক্ষিপ্ত স্কোর–

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৬২/৯(২০)

তিওয়ারি ৪২, কক ৩৩

লুঙ্গি এনগিডি ৩/৩৮, চাহার ২/৩২, জাদেজা ২/৪২

চেন্নাই সুপার কিংস ১৬৬/৫(১৯.২)

রাইডু ৭১(৪৮)*, ডু প্লেসিস ৫৮(৪৪)*

ট্রেন্ট বোল্ট ১/২৩, জেমস প্যাটিনসন ১/২৭।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরাহ।

চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, মুরালি বিজয়, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, পীযুশ চাওলা, দীপক চাহার, স্যাম কারেন ও লুঙ্গি এনগিডি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.