৫৩ হাজার টাকার ছোট বিকিনিতে ভাইরাল সারা আলি খান

কিন্তু তা বলে সরু ফিনফিনে এই বিকিনির দাম ৫৩ হাজার টাকা! বলি তারকাদের কাছে অবশ্য এ সব জলভাত ।

সারা আলি খান । নবাব পরিবারের রাজকন্যা তিনি । বাবা-মা দু’জনেই বলিউডে প্রতিষ্ঠিত । ঠাকুমা শর্মিলা ঠাকুর ডাকসাইটে সুন্দরী, টলি-বলি কাঁপানো নায়িকা ।

ঠাকুর্দা মনসুর আলি খান পতৌদি একাধারে নবাব, অন্যদিকে বিখ্যাত ক্রিকেটার । সেই বিখ্যাত পরিবারের বংশধর সারা যে এমন চোখ ধাঁধানো পোশাক পরবেন…তা তো জানাই কথা ।

কিন্তু তা বলে সরু ফিনফিনে এই বিকিনির দাম ৫৩ হাজার টাকা! তা এতে অবাক হওয়ারই বা কী আছে? বলি তারকাদের কাছে তো এ সব জলভাত ।

বলিউডের এখন অন্যতম প্রিয় ডেস্টিনেশন হয়েছে ঘরের কাছের সমুদ্র ঘেরা মালদ্বীপ । কোভিড পরিস্থিতিতে খুব দূরে কোথাও যাতায়াত করা এখন ঝুঁকিপূর্ণ ।

তাই শান্ত, নিরিবিলি মালদ্বীপকেই বেছে নিচ্ছেন তারকারা । কিছুদিন আগেই ঈশান খট্টর, অনন্যা পান্ডে থেকে শুরু করে তাপসী পান্নু, রকুলপ্রীত সিং, দিশা পাটানি, টাইগার শ্রফরা মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন । এ বার পালা সারার ।

সারাও পৌঁছে গিয়েছেন সমুদ্রের দেশে । আর সেখান থেকেই একের পর এক হট-বোল্ড ছবি শেয়ার করে চলেছেন ইনস্টাগ্রামে ।

২৫ বছরের তন্বী পরে রয়েছেন ব্রাইট, গর্জিয়াস একটি বিকিনি সেট । সঙ্গে ম্যাচিং সারঙ্গ । হাই ওয়েস্ট বিকিনিতে বেশ ভিন্টেজ লুক আনার চেষ্টা করেছেন সারা ।

সঙ্গে লিখেছেন মিষ্টি একটা ক্যাপশনও । ‘‘বালি মাখা পা আর রোদ ছোঁয়া নাক ।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.