এবারের আইপিএলে এখনো মাঠে নামেননি ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। তার দল কিংস ইলিভেন পাঞ্জাব থেকে জানানো হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গেইলকে একাদশে নেওয়ার পরকিল্পনা থাকলেও পাকস্থলীর সমস্যার কারণে খেলানো হয়নি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির জন্য সুখবর হলো সেরে উঠেছেন ক্রিস গেইল।
সোমবার অনুশীলনে ফিরেছেন ক্রিস গেইল। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ক্রিস গেইলের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
গত মৌসুমে কিংস ইলিভেন পাঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ক্রিস গেইল। ১৩ ম্যাচে ৪৯০ রান করেছিলেন তিনি। তবে এ মৌসুমে একাদশে জায়গা হচ্ছিল না এ হার্ডহিটারের।
নিজেদের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল ক্রিস গেইলের। কিন্তু ফুড পয়জনিংয়ের শিকার হওয়ায় খেলতে পারেননি। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। এ কারণে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
কিংস ইলিভেন পাঞ্জাবের একাদশে গেইলের অন্তর্ভুক্তি ঘটলে বাদ পড়তে পারেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এখন পর্যন্ত এ আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিং দেখা যায়নি।
সাত ইনিংস ব্যাটিং করে ১৪.৫ গড়ে ৫৮ রান করেছেন তিনি। গেইল খেললে দলটির নিয়মিত দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের একজনকে দেখা যেতে পারে তিন নম্বরে।
আইপিএলে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে লোকেশ রাহুলের কিংস ইলিভেন পাঞ্জাব। সাত ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জিতেছে দলটি।
দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার শেষে রয়েছে তারা। বৃহস্পতিবার নিজেদের অষ্টম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে কিংস ইলিভেন পাঞ্জাব।