গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। আর এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা লকডাউন চলার পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয় নি। আর এই লকডাউনের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে।







আর এমন আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক খুলতে চলেছে নতুন ৭৫টি শাখা। মূলত সেই সব ব্রাঞ্চ এবং নয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ৬ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছরের গোড়াতেই। যার মধ্যে শ’খানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আগামী ২৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পরীক্ষায় বসার আবেদন করতে হবে।







এই পর্বে রাজ্য সমবায় ব্যাঙ্কে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে ৮০টি শূন্যপদ রয়েছে। বাকিটা ব্যাঙ্কের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে। এছাড়াও খুব শীঘ্রই আরও ৫ হাজার ৯০০টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর।






