৭ জন ‘বুড়ো’ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলো চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে এবার সবথেকে বাজে মৌসুম পার করছে চেন্নাই সুপার কিংস। প্রথম ১০ ম্যাচের ৭টিতেই হার। দলের এমন শোচনীয় অবস্থা দেখে টনক নড়েছে ফ্র‍্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। মহেন্দ্র সিং ধোনিসহ দলের সাত ‘বুড়ো’ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে।

আইপিএলের ইতিহাস আমলে নিলে চেন্নাই দলের অর্জন বেশ সমৃদ্ধ। আগের ১২ আসরের মধ্যে ১০ আসরে অংশ নিয়ে ১০ বারই প্লে-অফ খেলেছে চেন্নাই।

এই ১০ আসরে ৮ বার দলকে ফাইনালে তুলেছেন অধিনায়ক ধোনি। শিরোপা জিতেয়েছেন ৩ বার। তবে এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে চেন্নাইকে।

আইপিএলের বাকি দলগুলো যখন তারুণ্যনির্ভর দল গড়েছে, সেখানে অভিজ্ঞ আর বয়স্ক খেলোয়াড়দের উপরে আস্থা রেখেছে সিএসকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া আর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাই চেন্নাই দলের মূল অস্ত্র। এজন্য অনেকেই তাদেরকে ‘ড্যাডিস আর্মি’ নামে সম্বোধন করে।

আইপিএলের চলতি মৌসুমে ৮ দলের মধ্যে তলানিতে অবস্থান চেন্নাইয়ের। বাকি থাকা চার ম্যাচের যেকোনো একটি হারলেই কার্যত শেষ হয়ে যাবে চেন্নাইয়ের প্লে-অফে আশা।

পুরো টুর্নামেন্ট জুড়ে রান পাচ্ছেন না ধোনি। প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্বের কৌশল নিয়ে। সমর্থকদের পাশাপাশি চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টও এনিয়ে ক্ষুব্ধ। শীঘ্রই কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটতে যাচ্ছে তারা।

একে তো দল জিততে পারছে না, তার উপর নিয়মিতভাবে ব্যর্থ হলেও কেদার যাদবকে খেলিয়ে যাচ্ছেন ধোনি। বিষয়টি মোটেও ভালভাবে নেয়নি সিএসকে ফ্র‍্যাঞ্চাইজি।

ইনসাইড স্পোর্টসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন মৌসুমে নিলাম হলে আগেই ঝেড়ে ফেলা হবে কেদারকে। সাথে বাদ দেওয়া হবে একাধিক তারকাকে।

সেই প্রতিবেদনে চেন্নাইয়ের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘চেন্নাই সুপার কিংস দলের একাধিক দুর্বল জায়গা এবারের আসরে সামনে চলে এসেছে। তাই আমাদের এবার কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তবে চলতি এবং আসন্ন আইপিএলের মধ্যে সময় খুব কম। এটাই ভাবাচ্ছে সিএসকেকে।’

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। আইপিএলে কতদিন খেলবেন সে বিষয়ে কোনকিছু পরিস্কার করেননি। ধোনিকে ছাড়া সিএসকেকে ভাবা কঠিন হলেও, এবার ধোনিকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন সেই কর্তা।

একই সাথে ইঙ্গিত দিয়েছেন, সিএসকের ড্যাডিস আর্মি ট্যাগ ঝেড়ে ফেলতে স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। ছেঁটে ফেলা হবে শেন ওয়াটসন, পীযুষ চাওলা, ইমরান তাহির, কেদার যাদবদের মত সিনিয়রদের। সাথে বাদ দেওয়া হবে সুরেশ রায়না এবং হরভজন সিংকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.