রাহুল মেহরা, রাহুল জোশি, রাহুল খান্না, রাহুল রাইচাঁদ। নামগুলোর সঙ্গে কেবল শাহরুখ খান প্রেমীরাই নন, সিনেপ্রেমী দর্শকদের একটা আলাদা সখ্যতা রয়েছে।
‘ডর’, ‘ইয়েস বস’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘দিল তো পাগল হ্যায়’ ইত্যাদি ছবিগুলোতে পর্দায় রাহুল নামে হাজির হয়ে একেকটা ব্লকব্লাস্টার দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কিন্তু বুধবাসররীয় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পর্দার রাহুলের সামনে কেরামতি দেখালেন বাস্তবের রাহুল।







কথা হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক রাহুল ত্রিপাঠির। দলের বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার মাঝে এদিন চেন্নাই বোলারদের বিরুদ্ধে একা কুম্ভে লড়াই করলেন তিনি। রাহুলের ৫১ বলে ৮১ রানেই জয়ের রসদ পেল নাইটরা।
গত ম্যাচে ব্যাটিং অর্ডারে নেমেছিলেন অনেকটাই নীচের দিকে। নজরও কেড়েছিলেন। তাই ওপেনিংয়ে প্রথম চার ম্যাচে ব্যর্থ সুনীল নারিনের পরিবর্তে চেন্নাইয়ের বিরুদ্ধে ত্রিপাঠিকে গিলের সঙ্গে ওপেনিংয়ে পাঠিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট। দারুণভাবে সেই আস্থার মর্যাদা দিলেন রাহুল ত্রিপাঠি।







ধোনির দলকে ১০ রানে হারানোর ব্যাপারে অনস্বীকার্য ভূমিকা নিলেন বোলাররাও। তবে ব্যাট হাতে নাইট অনুরাগীদের মন জিতলেন রাহুল ত্রিপাঠি। স্ট্যান্ডে বসে রাহুলের ব্যাটিং তারিয়ে তারিয়ে উপভোগ করলেন পর্দার রাহুল অর্থাৎ নাইটদের মালিক শাহরুখ খান।
ম্যাচ শেষে তাই ম্যাচ জয়ের নায়ককে নানাভাবে প্রশংসায় ভরালেন বাদশা। ম্যাচ শেষে শাহরুখ টুইটে লিখলেন, ‘আমরা কয়েকটা রান কম করেছিলাম। কিন্তু বোলাররা সেই অভাবটা পুষিয়ে দিল। ওয়েল প্লেইড কলকাতা নাইট রাইডার্স।’







একইসঙ্গে কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকব্লাস্টার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির বিখ্যাত ডায়লগ ‘রাজ…নাম তো শুনা হি হোগা’র সুরেই রাহুলের প্রশংসা করলেন কিং খান। লিখলেন, ‘আর একজনের নাম না বললেই নয়, সে হল রাহুল ত্রিপাঠি। নাম তো শুনা থা…কাম উসসে ভি কামাল হ্যায়।’
এছাড়া কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এদিন ম্যাচ সেরার পুরস্কার হাতে ত্রিপাঠির একটি ছবি পোস্ট করা হয়। যেখানে পুরস্কার হাতে রাহুল ত্রিপাঠিকে দেখা যাচ্ছে শাহরুখের সিগ্নেচার পোজে।







ক্যাপশন হিসেবে কেকেআর লেখে, ‘রাহুল যে ছবিতে থাকে সেই ছবি সুপারহিট হবেই।’ পরে শাহরুখ সেই টুইট কোট করে লেখেন, ‘নিঃসন্দেহে।’ সবমিলিয়ে চেন্নাইকে হারিয়ে রাহুলে মজে নাইট শিবির।






