৮ বছর পর আইপিএলে কোন দলের হয়ে খেলবে শ্রীসন্থ দেখেনিন

প্রায় আট বছর পর সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার এস শ্রীসন্থের।

এবার তাঁর লক্ষ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম সিজনে খেলা। জানা গেছে, আসন্ন আইপিএলে তাঁর পুরানো দল রাজস্থান রয়্যালসের হয়েই দেখা যেতে পারে শ্রীসন্থকে। ২০১৩-তে এই আইপিএলে স্পটফিক্সিংয়ের অভিযোগ নির্বাসিত হতে হয়েছিল শ্রীসন্থকে।

এবার তিনি আইপিএলের জন্য খেলতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন শ্রীসন্থ। আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের আগামী সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম হতে পারে।

দাবি করা হচ্ছে. আইপিএলে প্রত্যাবর্তনের জন্য শ্রীসন্থ ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের মধ্যে কথা চলছে।

শ্রীসন্থ সদ্যই মুস্তাক আলি টুর্নামেন্টে কেরলের হয়ে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন ঘটে সঞ্জুর অধিনায়কত্বেই। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে কেরলের অধিনায়কত্ব করেন সঞ্জু।

২০১৩-তে স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ। ২০২০-তে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ প্রশ্বস্ত হয়।

আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসেরও নজর এক ভারতীয় জোরে বোলারের ওপর। রাজস্থান অঙ্কিত রাজপুত ও বরুণ অ্যারণকে রিলিজ করেছে। এক্ষেত্রে জোফরা আর্চার ও কার্তিক ত্যাগীর সহযোগী হিসেবে আর একজন পেসার দলে জায়গা পেতে পারেন।

শ্রীসন্থ আইপিএলে ৪৪ ম্যাচ খেলে ৪০ উইকেট নিয়েছেন। ২০১৩-র ৯ মে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন।

উল্লেখ্য, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি কয়েকদিন আগেই তাদের রিটেন ও রিলিজ করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এবার হবে খেলোয়াড়দের নিলাম।

গত আইপিএল করোনাভাইরাসজনিত অতিমারীর কারণে দেশে অনুষ্ঠিত হতে পারেনি। শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আসর বসেছিল।

এর আগে ২০১৪-তে নির্বাচনের কারণে আইপিএলের প্রথম পর্ব সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হয়েছিল। গতবারের আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

আগামী আইপিএলের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.