প্রকাশ্য রাস্তায় নেচে ফের নেটিজেনদের কটাক্ষের শিকার অঞ্জলি অরোরা। একের পর এক বিতর্ক যেন লেগেই থাকে তাকে ঘিরে। এই তো কিছুদিন আগেই তার একটি ভিডিও এমএমএস হয়ে প্রকাশ পায়।
যেখানে তাকে চরম রতিক্রিয়ায় মত্ত অবস্থায় দেখা গিয়েছে। যদিও ভিডিওতে অঞ্জলির মুখ স্পষ্ট নয়। এমনকি অঞ্জলি নিজেও জানিয়েছিলেন এটি তার ভিডিও নয়। আর সেই হিসেবে ভিডিওর সত্যতা জানা কোনোভাবেই সম্ভব হয়নি।
বরং ভিডিওটির বিষয়ে অঞ্জলি বলেছিলেন যে, ‛কোনো এক ব্যক্তির বোকামির শিকার তাকে হতে হয়েছে’। এমনকি আরও বলেছিলেন যে, এই ভিডিওর কারণেই তার জীবন এলোমেলো হয়ে গিয়েছে।
যা তিনি কোনোদিনও আশা করেননি। তবে, শুধু তাই নয় স্বাধীনতা দিবসের দিন বুকে পতাকা জড়াতে দেখা গিয়েছিল তাকে। আর সেই নিয়েও ওঠে বিতর্কের ঝড়। যদিও পরে জানা যায় যে, সেটি কোনো পতাকা নয়। ওটি আসলে একটি ক্রপ টপ।
এককথায় বলতে গেলে বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। আর এবার রিল ভিডিও শেয়ার করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অঞ্জলি (Anjali Arora)। বর্তমানে তিনি রাশিয়াতে আছেন। আর সেখান থেকেই একেরপর এক
ভিডিও (Video) শেয়ার করেছেন। আর তারই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে প্রকাশ্য রাস্তার মাঝেই ‛যব উই মেট’ সিনেমার ‛ইয়ে ইস্ক’ গানে নাচতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে সাদা রঙের কলারওয়ালা ফুলস্লিভ টপ ও কালো রঙের স্কার্ট।
সঙ্গে হাতে ক্যারি করেছেন কালো রঙের ব্লেজার। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষখাঁজ। হালকা মেকআপ ও শর্ট হেয়ারে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর এই ভিডিও (Video) ভাইরাল (Viral) হতেই
একেরপর এক কটাক্ষের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন রাশিয়ায় ‛কাঁচা বাদাম’ নাচতে গিয়েছেন অঞ্জলি। আবার কেউ লিখেছেন অঞ্জলি জনি সিনস-এর সঙ্গে দেখা করতে গিয়েছেন।
প্রসঙ্গত, একাধিক মিউজিক ভিডিওতে (Music Video) কাজ করলেও মূলত এমএমএস কান্ডের জন্য অঞ্জলি (Anjali Arora) বিখ্যাত হয়েছিলেন।